- মিরাজের মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন নোয়াখালী জেলা প্রশাসক।
- সাংসদ আসলামুল হকের মৃত্যুতে চাটখিলের এমপি’র শোক প্রকাশ।
- মানুষ বলাবলি করে ওবায়দুল কাদের মেরুদণ্ডহীন প্রাণী: মির্জা কাদের
- আগামী ৩ এপ্রিল ভাসানচর যাবেন ১০ রাষ্ট্রদূত
- মামার ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা কিশোরীর আত্মহত্যা
- চাটখিলে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বর্ষে উপলক্ষে চেয়ারম্যান প্রার্থীর আলোচনা সভা।
- কীর্তন হলো বাঁধা দিল না, ওয়াজে কেন বাঁধা: কাদের মির্জা
- জাহাঙ্গীর আলমের জন্য চাটখিলে দোয়ার আয়োজন
- আওয়ামী লীগ থেকে কাদের মির্জার পদত্যাগের ঘোষণা
- চাটখিল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান -২০২১ সম্পন্ন।
চাটখিলে নির্মাণাধীন ভবন ভাংচুর, থানায় অভিযোগ
আলোকিত নোয়াখালী: Senior Editor | সংবাদ টি প্রকাশিত হয়েছে : ২৩. মার্চ. ২০২১ | মঙ্গলবার

সংবাদ দাতাঃ চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের বাইশিন্দুর গ্রামের হোসেন উদ্দিন মিজি বাড়িতে একটি নির্মাণাধীন ভবন ভাংচুর করে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ভাংচুর ও হামলার অভিযোগে গত ১৮ মার্চ মাকছুদা বেগম (৫৫) নামের এক মহিলা থানায় লিখিত অভিযোগ করেন। যার নাম্বার- ৭৮৯।
অভিযোগকারী বাদী জানান, আমি দীর্ঘদিন থেকে আমার স্বামীর পৈত্রিক ভিটাতে বসবাস করে আসিতেছি, এইটা নিয়ে সামান্য বিরোধ থাকায় বিবাদী গন গত কিছু দিন পূর্বে নোয়াখালী জেলা জজ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করে যার নাম্বার ৩০/২০২১। উক্ত মামলা বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় ঘোষনা করলে আমরা আমাদের জায়গায় ঘর বাড়ি নির্মানের উদ্দেশ্য ইট বালি দিয়ে বিল্ডিং নির্মানের এক পর্যায়ে গত ১৮ মার্চ বিবাদী গন অতর্কিত হামলা করে নির্মাণাধীন বিল্ডিংয়ের সেন্টারিং ব্যপক ভাংচুর করে। পাশাপাশি বাড়ির দুই কর্নারে ব্যপক ভাংচুর ও দুইটি বাথরুম ভাংচুর করে। আমরা বাধা দিলে তারা আমাদেরকে পিটিয়ে আহত করে।