- চাটখিলে প্রবাসী সাংবাদিকের স্ত্রী সন্তানের উপর হামলা ও বিল্ডিং ভাংচুর।
- এলাকার জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করবো-সাইফুল ইসলাম স্বপন
- চাটখিলে না ফেরার দেশে চলে গেলেন সমাজসেবক গাজী বদিউজ্জামান জামাল।
- চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবের ভাতিজা পরিচয়ে সাংবাদিকে হত্যার হুমকি থানায় অভিযোগ
- নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল
- চাটখিলে ব্যাপক শোডাউন করে মেয়র মোহাম্মদ উল্যাহর মনোনয়ন পত্র জমা
- সেই অসহায় বৃদ্ধর পাশে চাটখিল ঐক্য কল্যান পরিষদ
- চাটখিলে মানব সেবা সংঘের ৪র্থ বর্ষ পুর্তিতে উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- চাটখিলে ইশা ছাত্র আন্দোলনের সভাপতি রেজাউল করিম সেক্রেটারী মেহেদী হাসান
- বসুর হাট পৌরসভা নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।
ঢাকায় নোয়াখালী জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
আলোকিত নোয়াখালী: editor | সংবাদ টি প্রকাশিত হয়েছে : ৩০. জুন. ২০১৫ | মঙ্গলবার

আলোকিত নোয়াখালীঃ প্রতিবছরের মতো এবারো ঐতিহ্যবাহী ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে অন্য বক্তারা বলেন, নোয়াখালী জেলা সমিতি নোয়াখালীর দলমত নির্বিশেষে সবাইকে একটি প্ল্যাটফার্মে আনতে সক্ষম হয়েছে। এ সমিতি শিক্ষাবৃত্তিসহ জেলার যেকোনো মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে। ঢাকাস্থ অন্যান্য সব সমিতি থেকে এ সমিতি অনেক এগিয়ে আছে। এ সমিতির মেলবন্ধনের মাধ্যমে জেলার একে অপরকে সহযোগিতা করে আসছে।
সমিতির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. মো. জামাল উদ্দিন চৌধুরী এফসিএ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম জাফর উল্যাহ, অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া, ইন্টামেক্স গ্রুপের চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্যাহ, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক ডা. এবিএম জাফর উল্যাহ, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ড. মো. সামসুল হক, সহ সভাপতি ও সম্রাট গ্রুপের চেয়ারম্যান এম এ খান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী টিপু প্রমুখ।
ইফতার মাহফিলে ঢাকাস্থ নোয়াখালীর বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত গুণী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। আগামী ২৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নোয়াখালী উৎসব অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নোয়াখালী জেলা সমিতি, ঢাকা ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে ১১০ বছরে পদার্পণ করেছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। বর্তমানে এ সংগঠনের ১ হাজার ৮৮ জন আজীবন সদস্য রয়েছেন।