- বেগমগঞ্জের বানিজ্যিক শহর চৌমুহনীতে অগ্নিকান্ড
- চাটখিল উপজেলা প্রেসক্লাবকে ভবন করে দেয়া হবে – জাহাঙ্গীর আলম
- চাটখিলে উত্তাল সমাবেশে দলের স্বার্থে নৌকাকে সমর্থনের ঘোষনা বেলায়েতের
- সোনাইমুড়ীতে ফেনসিডিলসহ নারী আটক।
- নির্বাচনী প্রচারণায় হামলার বিচার চেয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন।
- নোয়াখালীর অপরাজনীতি বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে: মেয়র আবদুল কাদের মির্জা
- চাটখিলে গৃহহীনদের প্রধানমন্ত্রীর ঘর প্রদান।
- ওবায়দুল কাদেরকে কটুক্তি প্রতিবাদে হরতাল
- কোম্পানীগঞ্জে লাগাতার অবস্থান ধর্মঘট চলছে
- ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকার পরিবার পেইজবুক লাইভে হুমকি নোয়াখালী- ৪ এম,পির, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়
দৈনিক আজকের জীবন সম্পাদকের রোগমুক্তির জন্য বিশেষ দোয়া-মুনাযাত
আলোকিত নোয়াখালী: Senior Editor | সংবাদ টি প্রকাশিত হয়েছে : ৩০. জুন. ২০২০ | মঙ্গলবার

মোঃ আলমগীর হোসেন-
দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সফিকুর রহমান অসুস্থ হয়ে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কয়েকদিন থেকেই অসুস্থতায় ভূগছিলেন। ফলে গত সোমবার (২৯ জুন) সকালে হাসপাতাল ভর্তি হন তিনি। গতকাল মঙ্গলবার বাদ জোহর সফিকুর রহমানের আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য লাকসাম-মনোহরগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া-মুনাযাতের আয়োজন করা হয়। ওইদিন মনোহরগঞ্জ উপজেলা প্রেসকাবের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মানিকের উদ্যোগে লাকসাম হাউজিং এস্টেট জামে-মসজিদে, মনোহরগঞ্জ প্রেসকাব যুগ্ম আহ্বায়ক আবদুল বাকী মিলন ও সাংগঠনিক সম্পাদক জিএম আহসান উল্লাহর যৌথ উদ্যোগে মনোহরগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদে, মনোহরগঞ্জ উপজেলা যুবদল নেতা আবুল বাশারের উদ্যোগে উপজেলার ঝলম জামে-মসজিদে, আজকের জীবন প্রতিনিধি মোঃ আলমগীর হোসেনের উদ্যোগে নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেট কেন্দ্রিয় জামে-মসজিদে, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ মাসুম’র উদ্যোগে হাজরামুড়ি বাইতুন নুর জামে-মসজিদে, বিপুলাসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহনের উদ্যোগে জাওড়া পশ্চিমপাড়া বেপারী বাড়ি জামে-মসজিদে এবং আজকের জীবন সম্পাদকের নিজ গ্রাম উপজেলার সমশেরপুরসহ লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের সফিকুর রহমানের রোগমুক্তির জন্য বিশেষ দোয়া-মুনাযাতের আয়োজন করা হয়। এদিকে সফিকুর রহমান জানান, সকলের দোয়ার বরকতে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।