- চাটখিলে “মানবতার ঠিকানা” সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
- চাটখিলে মরহুম আলী আহমেদ ডিলার দাতব্য চিকিৎসা কেন্দ্র উদ্বোধন।
- সোনাইমুড়িতে নির্মিত হচ্ছে গৃহহীনদের জন্য বঙ্গবন্ধু ভিলেজ
- চতুর্থ দফায় ভাসানচরে পৌঁছেছেন ১০০৯ জন রোহিঙ্গা
- চাটখিলের নবনির্বাচিত মেয়র নিজাম গেলেন বিএনপি প্রার্থীর বাড়িতে
- রিকশাচালকের হাত ভেঙে দিলো ছাত্রলীগ নেতা
- শুধু পোস্টার প্রচারনায় আছে কিন্তু বাস্তবে নেই
- শীতার্থদের পাশে চাটখিল উপজেলা প্রেসক্লাব
- নৌকার প্রচারণায় অংশ নিলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
- নোয়াখালীতে পরকীয়ার জের ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও !
নোয়াখালীর অপরাজনীতি বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে: মেয়র আবদুল কাদের মির্জা
আলোকিত নোয়াখালী: Senior Editor | সংবাদ টি প্রকাশিত হয়েছে : ২৩. জানুয়ারি. ২০২১ | শনিবার

নোয়াখালী প্রতিনিধিঃ-
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, নোয়াখালীর অপরাজনীতি বন্ধ না হলে পরবর্তীতে পর্যায়ে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচি (২৮ জানুয়ারি) পরে দেওয়া হবে।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্তরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমি আমার পর্যায়ে ছোট খাটে মানুষ হিসেবে, আমারওতো সামান্য ইজ্জত আছে, সম্মান আছে। আমি কি এটা বিসর্জন দিয়ে রাজনীতি করতে পারবো। আমাদেরকে যা ইচ্ছা তা বলবে কেউ কেউ, ক্ষমতার জোরে। এটা কি আমি মেনে নেব। এটা কি আমি মেনে নিতে পারি।
আরো বলেন, আর নোয়াখালীতে এ রাজনীতি চলবে। এই রাজনীতি চলতে দেওয়া যায়। কোন অবস্থায় এ রাজনীতি চলতে দেওয়া যায় না। আমি সাহস করে সত্য কথা বলবো। কেউ মনে করবেন না, এটা থেকে আমি সরে গেছি। আমাকেতো আমার নেতাকে সম্মান করতে হবে, আমার নেত্রীকে শ্রদ্ধা করতে হবে। আমি যদি কাউকে শ্রদ্ধা না করি, সম্মান না করি আমাকেও কেউ করবে না। অপমান ফেরত যায়, সব সময় এটা স্মরণ রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমূখ।