- চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবের ভাতিজা পরিচয়ে সাংবাদিকে হত্যার হুমকি থানায় অভিযোগ
- নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল
- চাটখিলে ব্যাপক শোডাউন করে মেয়র মোহাম্মদ উল্যাহর মনোনয়ন পত্র জমা
- সেই অসহায় বৃদ্ধর পাশে চাটখিল ঐক্য কল্যান পরিষদ
- চাটখিলে মানব সেবা সংঘের ৪র্থ বর্ষ পুর্তিতে উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- চাটখিলে ইশা ছাত্র আন্দোলনের সভাপতি রেজাউল করিম সেক্রেটারী মেহেদী হাসান
- বসুর হাট পৌরসভা নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে।
- চাটখিলে স্বেচ্চাসেবী সংগঠনের মানব সেবা সংঘ (সিংবাহুড়া) এর ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে র্যালির আয়োজন।
- পথশিশুদের স্কুল “আলোর দিশারীর” শততম দিন উদযাপন
- সোনাইমুড়িতে ভালোবাসায় ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা
লক্ষ্মীপুরে সেই কথিত রুহুল আমিন রায়পুরী পীরের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার অভিযোগ জিলানীর !
আলোকিত নোয়াখালী: alokitonoakhali | সংবাদ টি প্রকাশিত হয়েছে : ০৫. ফেব্রুয়ারি. ২০১৯ | মঙ্গলবার

মোঃওয়াহিদুর রহমান (মুরাদ), বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর।
রায়পুরে মিথ্যা মামলা দিয়ে সাবেক মেয়র ও বিএনপি নেতা এবিএম জিলানীকে হয়রানির অভিযোগ উঠেছে । জমি সংক্রান্ত মামলায় মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চেয়েছেন। এ ঘটনায় বিচারের দাবীতে চরপাতা গ্রামের মামলাবাজ তথাাকথি পীর দাবী করা মাওলানা রুহুল আমিনের (৭৫) বিরুদ্ধে ফুসে উঠছে গ্রামবাসী।
গত বছরের ১৬ ডিসেম্বর মাওলানা রুহুল আমিন বাদী হয়ে সাবেক পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, তার ছেলে মেহেদী হাসান জিওন, ছোট ভাই প্রবাস ফেরত মোক্তার হোসেন জগলু, চরপাতা ইউপি সদস্য মোঃ হারুনুর রশিদ, গ্রামবাসী আব্দুল মজিদ, রেহানা আক্তার ও খাদিজা বেগমকে আসামী করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়ানী মামলা করেন। এ মামলা ছাড়াও রুহুল আমিন মেয়রের বিরুদ্ধে তিনটিসহ পরিবার ও গ্রামবাসীর বিরুদ্ধে ১১টি মামলা করে হয়রানি করছেন বলে গ্রামবাসী অভিযোগ করেন।
মেয়র এবিএম জিলানী জানান, কথিত মাওলানা রুহুল আমিন আমার পাশের গ্রামবাসী। তার বিরুদ্ধে তার প্রতিষ্ঠিত এতিমখানার অনিয়ম, দূর্নীতি ও গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে। এগুলোর বিচার করতে গিয়ে তিনটি মামলা দিয়ে হয়রানি করছে। আদালতের প্রতি সম্মান দেখিয়ে বিচারকের কাছে জামিনের জন্য হাজির হয়েছি। এ মামলাসহ গত বছরের ২০ মার্চ ১৪ জন ও ১ আগষ্ট ২০ জন গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করছে। সেই দুই মামলায়ও আমাকে আসামী করা হয়েছে। গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় বর্তমান ওসি একবার কারাগারে পাঠিয়েছেন।
এ বিষয়ে মাওলানা রুহুল আমিন বলেন, গত দু’বছর ধরে সাবেক মেয়র এবিএম জিলানীসহ তার পরিবার ও লোকজন আমাদের কোটি টাকা মূল্যের জমি দখল করে রেখেছে। মিথ্যা গাছ কাঁটার মামলা দিয়ে আমাকেও আমার পরিবারকে হয়রানি করছেন। আমার জমিগুলো পেতে আমি একাধিক মামলা করতে বাধ্য হয়েছি।